২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার রসমালাই খেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি -মার্কিন রাষ্ট্রদূত

মহানগরনিউজ ডেস্ক।।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তার টুইটে লেখেন, কুমিল্লা ভ্রমণ সম্পূর্ণ হয় না, যদি না সেখানে গিয়ে রসমালাই খাওয়া হয়।

দুই দিনের সফরে কুমিল্লা গিয়েছি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল বরার্ট মিলার। সফরে কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালাই খেয়েছেন বলে জানিয়েছেন তিনি নিজেই।

তার মতে, রসমালাই না খেলে কুমিল্লা ভ্রমণ সম্পূর্ণই হয় না। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন মন্তব্য করেন মিলার।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তার টুইটে লেখেন, কুমিল্লা ভ্রমণ সম্পূর্ণ হয় না, যদি না সেখানে গিয়ে রসমালাই খাওয়া হয়।

কুমিল্লার প্রাচীনতম ও সর্বাধিক জনপ্রিয় রসমালাইয়ের দোকান মাতৃভান্ডারের মিষ্টির স্বাদ গ্রহণ করে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।

এ সময় রাষ্ট্রদূত মিলারের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডির বাংলাদেশ মিশন ডিরেক্টর ক্যাথরিক স্টিভেন্স। ইউএসএআইডির বাংলাদেশ মিশনের দায়িত্ব পালন করতে সম্প্রতি ঢাকায় এসেছেন তিনি।

জানা যায়, রাষ্ট্রদূত নারী শিক্ষা বিস্তারের অগ্রদূত ও সমাজসেবক একুশে পদকপ্রাপ্ত নওয়াব ফয়জুন্নেসার লাকসামের পশ্চিমগাঁয়ের নবাববাড়ি পরিদর্শন করতে কুমিল্লা সফরে যান।

টুইটে সে বিষয়টিও উল্লেখ করেছেন তিনি। বলেন, বিখ্যাত নারী অধিকার ও শিক্ষাকর্মী নওয়াব ফয়জুন্নেসার পৈতৃক নিবাস নবাববাড়ি পরিদর্শন করে তিনি গর্বিত।

আরো দেখুন
error: Content is protected !!