[gtranslate]
১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কুৃমিল্লায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মহানগর প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় পুকুরের পানিতে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম মো. ইয়ামিন।

সে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের ফটোগ্রাফার মো. আক্তার হোসেনের ছেলে। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

শিশুটির চাচা মো. ইউসুফ জানান, ঘরের পাশেই ছিল পুকুরটি। তার মা ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিল। দরজায় কাঠের ফালি দিয়ে বেড়াও দেওয়া থাকে। এরই মধ্যে কখন যে মায়ের চোখ ফাঁকি দিয়ে ডিঙিয়ে পুকুরে পড়ে যায় কেউই টের পায়নি।

পুকুরে সন্তানের লাশ ভাসতে দেখে পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে হোমনা থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল বলেন, কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে সামাজিকভাবে দাফন কাফনের জন্য স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!