২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় গ্যাস লাইন ফেটে অগ্নিকান্ড; ১৪টি দোকান ভস্মীভূত

মহানগর ডেস্ক।।
কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার বিকেল ৪টার সময় গ্যাস লাইনের পাইপ ফেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেকারি, সেলুন, হার্ডওয়্যার ও মুদির ১৪টি দোকান সম্পূর্ণ ও আংশিক ভস্মীভূত হয়।

কুমিল্লা ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশের দোকান গুলোয় আগুন লাগায় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৫টার সময় যানজট নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস কুমিল্লার সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। তীব্রতা বাড়ায় আরও পাঁচটি ইউনিট যোগ করে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা করছি।

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, অগ্নিকাণ্ডের কারণে কিছু সময় মহাসড়ক বন্ধ রাখতে হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ির পানি সরবরাহের সুবিধার্থে মহাসড়ক বন্ধ রাখতে হয়। এখন যান চলাচল স্বাভাবিক।

আরো দেখুন
error: Content is protected !!