[gtranslate]
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় গুলিতে আশঙ্কাজনক কাউন্সিলর সোহেল

মহানগর প্রতিনিধি।।
কার্যালয়ে ঢুকে কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলকে গুলি করেছে দুর্বৃত্তরা।

সোমবার বিকেল ৪টার দিকে গুলির এ ঘটনা ঘটে।গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালের এক চিকিৎসক জানান, তার অবস্থা আশঙ্কজনক।

তবে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বলেছিলেন, গুলিতে কাউন্সিলর সোহেলের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানান, বিকেল ৪ টার দিকে কাউন্সিলর সোহেল তার কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মুখোশ পরা ১৫ থেকে ২০ জন তাকে গুলি করে। এতে কাউন্সিলর সোহেল লুটিয়ে পড়েন। এ সময় আরও অন্তত ৫ জন গুলিবিদ্ধ হন।

আরো দেখুন
error: Content is protected !!