২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এই শীতে শিখে নিন খেজুর রসে ভাপাপিঠা তৈরি

লাইফস্টাইল ডেস্ক।।

উপকরণ:

– ঘন খেজুরের রস আধা কাপ,

– পাতলা খেজুরের রস ২ কাপ,

– মিহি কোরানো নারকেল ১ কাপ,

– সেদ্ধ চালের গুঁড়া ২ কাপ,

– আতপ চালের গুঁড়া আধা কাপ,

– পানি পরিমাণমতো,

– পাতলা পরিষ্কার কাপড় দুই টুকরা,

– ভাপা পিঠার হাড়িয়া বাটি একটি করে,

– লবণ এক চিমটি।

প্রণালী:

– সেদ্ধ ও আতপ চালের গুঁড়া, লবণ ও ঘন খেজুরের রস দিয়ে আস্তে আস্তে মাখাতে হবে। যাতে পুরো মিশ্রন ঝরঝরে থাকে।খেয়াল রাখতে হবে, যাতে চাকা চাকা না হয়ে যায়। তারপর একটা মোটা চালুনিতে মিশ্রণটুকু চেলে নিতে হবে।

– এই মিশ্রণে হালকা হাতে নারকেল মেশাতে হবে। হাঁড়িতে পানি ফুটে উঠলে বাটিতে হালকা হাতে চেপে পিঠা বসাতে হবে। এবার বাটি কাপড়ে মুড়িয়ে ভাপে বসিয়ে চটজলদি কাপড় একটু ফাঁক করে বাটি উঠিয়ে দিয়ে আরেকটি পিঠা তৈরি করতে হবে। বাটি উঠাতে দেরি করলে পিঠা বাটিতে আটকে যাবে।

– সব পিঠা বানানো হলে ঠাণ্ডা করে উপরে ঠান্ডা পাতলা রসে ভিজিয়ে পরিবেশন করুন মজাদার শীতের রসে ভেজানো লাল ভাপা পিঠা।

আরো দেখুন
error: Content is protected !!