চৌদ্দগ্রামে গণটিকা কার্যক্রম’র উদ্বোধন করেন মেয়র মীরু
মনোয়ার হোসেন,
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।।
কোভিড-১৯ বিস্তাররোধে সারাদেশে ১ কোটি মানুষকে ১ম ডোজ টিকাপ্রদান কার্যক্রমের আওতায় কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ১, ২, ৩নং ওয়ার্ডে পাঁচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ কেন্দ্র, ৪, ৫, ৬নং ওয়ার্ডে পূর্ব চাঁন্দিশকরা সেনবাহাদুর বাড়ী টিকা কেন্দ্র ও ৭, ৮ এবং ৯নং ওয়ার্ডে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে একযোগে গণটিকার এ কার্যক্রম চলছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সারাদিন ব্যাপী চলমান এ গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালন ডা. হাসিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু, পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, মিজানুর রহমান, আমেনা বেগম, কাউন্সিলর মফিজুর রহমান, কাজী বাবুল, সাইফুল ইসলাম শাহীন, বদিউল আলম পাটোয়ারী, কামাল উদ্দিন, উপজেলা সেনেটারী কর্মকর্তা মাহতাব উদ্দিন, পৌর সচিব হারুনুর রশিদ, পৌর নির্বাহী ইঞ্জিনিয়ার শাহীন হোসেন, সহকারী ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শহীদ, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, পৌর আ’লীগ নেতা আব্দুর রহমান, পৌর যুবলীগ নেতা আকতার হোসেন মোল্লা রতন, পলাশ পাটোয়ারী, ছাত্রলীগ নেতা রাকিব উদ্দীন লিমনসহ পৌর আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।