২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মা ও মেয়ে ভাতের হোটেলে গাঁজার চাষ!

অনলাইন ডেস্ক।।
দিনাজপুরের বিরামপুরে একটি খাবার হোটেলে ভাত বিক্রির পাশাপাশি দীর্ঘদিন ধরে গাঁজা চাষ ও বিক্রি করতেন মা ও মেয়ে। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তারা।

শনিবার (১৪ মে) রাত ২টার দিকে উপজেলার বিরামপুর-হিলি সড়কের রেলঘুন্টি নামক এলাকার জোসনা ভাতের হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় হোটেলের পাশ থেকে ৩০০ গ্রাম ওজনের একটি গাঁজার গাছ, ১১০ গ্রাম শুকনো গাঁজা ও ৩ হাজার ১০০ টাকা জব্দ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মা জোসনা বেগম (৫০) এবং তার দুই মেয়ে বিউটি খাতুন (২১) ও সুইটি খাতুন (১৯)।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন, উপজেলার রেলঘুন্টি নামক এলাকায় জোসনা ভাতের হোটেলে গাঁজার চাষের পাশাপাশি বিক্রি করা হয়- এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম শনিবার গভীর রাতে সেখানে অভিযান পরিচালনা করে গাঁজাসহ মা ও মেয়েকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে বিরামপুর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় রোববার দুপুরে গ্রেফতারকৃতদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!