২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেড় ঘণ্টা পর পাবনার পাটকাঠি মিলের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক।।
শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

পাবনার বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের মানিকনগরে কিউলিন ইন্ডাস্ট্রিতে (শোলা বা পাটকাঠির মিল) লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রবিবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার মিজানুর রহমান।

তিনি জানান, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এই মিলে শোলা বা পাটকাঠি পুড়িয়ে ছাই (ডাস্ট) উৎপাদন করে চীনে রপ্তানি করা হয়।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”

ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, “তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব না হলেও ফায়ার সার্ভিসের ধারণা ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হতে পারে।

আরো দেখুন
error: Content is protected !!