সিলেট ও সুনামগঞ্জে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে নামছে সেনাবাহিনী
নিউজ ডেস্ক।।
সিলেট ও সুনামগঞ্জের বন্যা দুর্গত এলাকায় নামছে সেনাবাহিনী। প্রশাসনের অনুরোধে দুপুরের পর থেকে কাজে নামবে সেনা সদস্যরা।
সিলেটের জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, সিলেট সদরের বেশির ভাগ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করা ছাড়াও মানুষের দুর্ভোগ কমাতে কাজ করবে সেনাবাহিনীর সদস্যরা।
পাশাপাশি সুনামগঞ্জের বন্যা প্লাবিত এলাকায় কাজ করবে সেনাবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যা থেকেই সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটে। সারাদেশের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এর আগে সুনামগঞ্জে প্রথম দফা বন্যা হয় গত ১৩ মে। এবার দ্বিতীয় দফা বন্যায় শহরের সড়কে চলছে নৌকা। বিদ্যুৎ না থাকায় চার্জের অভাবে মুঠোফোনও বন্ধ হয়ে আছে অনেকের।
কারোর ঘরে খাবার নেই, রান্নাঘর ডুবে যাওয়ায় আগুন জ্বলছে না চুলায়। ইট, কাঠসহ নানা জিনিস ব্যবহার করে অনেকেই তাদের শোবার খাটটি উঁচু করার চেষ্টা করেছেন, সেই খাটও তলিয়ে গেছে পানিতে। বন্যার পানির সঙ্গে ঘরে প্রবেশ করছে মাছ, বিষাক্ত পোকামাকড় ও সাপ।
সবমিলিয়ে বানের জলে দুঃস্বপ্নের রাত কাটিয়েছেন জেলাবাসী। যে কয়টি ঘরে পানি ওঠা বাকি ছিল, সেগুলোও এখন পানিতে থইথই।