কুমিল্লায় লাইসেন্স ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান শুরু
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় লাইসেন্স ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তবে আজ থেকে সচেতনতামূলক প্রচারণা শুরু হয়েছে।
যাদের কাগজপত্র- হেলমেট নেই, তাদের ঠিকানা লিখে রাখা হয়েছে। তাদের একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের পর কাগজপত্র ও হেলমেট ছাড়া রাস্তায় বের হলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে ট্রাফিক পুলিশ জানিয়েছে।
কুমিল্লা নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান এর নির্দেশে বুধবার (২৪ আগস্ট) সকাল থেকে লাইসেন্স ও হেলমেট বিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাজন কুমার দাসের নেতৃত্বে এ সচেতনতামূলক প্রচারাভিযান চলে।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাজন কুমার দাস জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা আজ থেকে মোটরসাইকেল চালকদের ধরে তাদের ঠিকানা-নম্বর লিখে রাখছি।
১৫ দিনের সময় দিচ্ছি। এ সময়ের মধ্যে তারা মোটরসাইকেলের কাগজপত্র ও হেলমেট সংগ্রহ করবে। নতুবা নির্দিষ্ট সময় পর তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
আমরা এখন মূলত সচেতনতামূলক প্রচার অর্থাৎ কাউন্সিলিং শুরু করেছি। অচিরেই ট্রাফিক সপ্তাহের আয়োজন করে জরিমানা শুরু করবো।