১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার বুড়িচংয়ে উদ্ধার হওয়া বিরল প্রজাতির বানর বনে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কণ্ঠনগর গ্রামের লোকালয় থেকে বিরল প্রজাতির একটি বানর উদ্ধারের পর বনে অবমুক্ত করা হয়েছে।

গত সোমবার বিকেলে বুড়িচং উপজেলা বন কর্মকর্তা এ কে এম লুৎফুল্লাহ উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালীকৃষ্ণনগর বনে বানরটি অবমুক্ত করেন।

এর আগে গতকাল রোববার দুপুরে বানরটিকে জব্দ করেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা কবির হোসেন জানান, উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কণ্ঠনগরসহ তিন-চারটি গ্রামে ভারত সীমান্ত থেকে একদল বানর এসে এলাকার মানুষের বাড়িতে খাবারের জন্য ঢুকে পড়ে।

এ ছাড়া বাড়ির ফল, ফুল ও জমির ফসল নষ্ট করে। গতকাল দুপুরে কণ্ঠনগর গ্রামের মেহেদী হাসান তাঁর বাড়ির ছাদে কলা ও বিভিন্ন খাবার দিয়ে ফাঁদ পেতে একটি বানর আটকা করেন।

বানর আটকের খবর পেয়ে এলাকাবাসী ভিড় জমান। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার খবর পেয়ে বন কর্মকর্তাকে বানরটি উদ্ধারের নির্দেশ দেন।

উপজেলা বন কর্মকর্তা এ কে এম লুৎফুল্লাহ বলেন, ‘বানরটি বিরল প্রজাতির। এটি উদ্ধার করে বাকশীমূল ইউনিয়নের কালীকৃষ্ণনগর বন বিভাগের বন ভিটেতে অবমুক্ত করি।’

এ সময় বন বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মচারীসহ কালীকৃষ্ণনগরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন
error: Content is protected !!