৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেবরের শাবলের আঘাতে ভাবীর মৃত্যু

অনলাইন ডেস্ক।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেবরের শাবলের আঘাতে ভাবী পারভীন আক্তার (৪০) মারা গেছেন।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান পারভীন।

নিহত পারভীন রূপগঞ্জ সদর ইউনিয়নের রূপগঞ্জ পশ্চিমপাড়া এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

নিহতের ছোটভাই মাসুম মিয়া জানান, দীর্ঘদিন ধরে তার বোনকে স্বামী নজরুল এবং দেবর রফিকুল টাকার জন্য মারধোর করতো। গত ২৭ মার্চ দেবর রফিকুল ইসলামের সাথে টাকার জন্য তার বোনের কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে রফিকুল তাকে শাবল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ অভিযুক্ত দেবর রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল) আবির হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে দেবর রফিকুল তার ভাবী পারভীন আক্তারকে মারধোর করে।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত রফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!