২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।।
নাঙ্গলকোটে পানিতে ডুবে আপন জেঠাত ও চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। ১৪ অক্টোবর সোমবার উপজেলার মৌকরা ইউনিয়নের পরকরা গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিজান উদ্দিনের মেয়ে নাবিলা (৬) ও মাঈন উদ্দিনের মেয়ে মুনতাহা (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে দুই বোন একত্রিত হয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিলো। এরই মধ্যে তাদের দেখতে না পেয়ে, বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি করতে থাকে পরিবারের লোকজন।

এক পর্যায়ে পুরো গ্রাম খোঁজে না পেয়ে সন্দেহ হলে এলাকাবাসী তাদের বাড়ির পাশে পুকুরে নেমে পানি নাড়া দিলে তাদের দুজনের মরদেহ ভেসে উঠে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, বিষয়টি খতিয়ে দেখেছি। খুবই দুঃখজনক একটি ঘটনা। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এ ঘটনায় পুরো এলাকার শোকের মাতম বইছে।

আরো দেখুন
error: Content is protected !!