৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১০ মিনিটে পেঁয়াজু

নিউজ ডেস্ক

সারা দিন রোজা থেকে ইফতারের জন্য সুস্বাদু কিছু তৈরি করা অনেকের জন্যই বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তাই ১০ মিনিটে তৈরি করে ফেলার মতো একটি খাবারের কথা বলো হলো; যেটা না হলে বাঙালির ইফতার জমে না।

উপকরণ

২টি বড় পেঁয়াজের কুচি, ডালবাটা ১ চা–চামচ, কাঁচা মরিচকুচি পরিমাণমতো, আদাবাটা ১ চা–চামচ, রসুনবাটা ১ চা–চামচ, লবণ স্বাদমতো, শুকনা মরিচের গুঁড়া ১ চা–চামচ বা ঝাল অনুযায়ী আর বেসন ১ চা–চামচ।

প্রনালী

প্রথমে পরিমাণমতো পেঁয়াজ নিয়ে তা বড় বড় করে কেটে নিতে হবে। ডালবাটা, পেঁয়াজকুচি, কাঁচা মরিচ, আদাবাটা, রসুনবাটা, মরিচের গুঁড়া, বেসন ও পরিমাণমতো লবণ নিয়ে ভালোমতো মিশিয়ে গোল গোল করে ডুবো তেলে ভাজতে হবে। ৮-১০ মিনিট পর রঙ বাদামি হয়ে এলে চুলা থেকে নামাতে হবে।

এবার গরম গরম পরিবেশন করুন ইফতারে। এ ছাড়া বিকেলে স্ন্যাকস হিসেবেও চায়ের ভালো সঙ্গী হতে পারে এই গরম গরম পেঁয়াজু।

আরো দেখুন
error: Content is protected !!