৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

“স্বাদের চড়ুইভাতি”💞সাবিনা সিদ্দিকী

“স্বাদের চড়ুইভাতি”
💞সাবিনা সিদ্দিকী শিবা

স্বাদটা ছিলো সামর্থের মধ্যে,
ছোট্ট ছিলাম যখন।
মনটা আজও অবুঝ কিন্তু,
আনন্দ নেই এখন।

বাই কুড়ানি, রথের মেলায়,
বৈশাখ মাসেই হয়।
নতুন প্রজন্ম পরম্পরায় প্রবাহিত
এসব আনন্দে ভয়।

আমরা আগে ঝড়ের বাতাসে,
ছুটেছি ধুলার সাথে।
আজকে শিশু প্রকৃতি ছাড়া,
ইন্টারনেট ব্যবহারে মাতে।

চলনা সই চড়ুইভাতি খেলি,
আলু আনবি তুই।
একটু, তেল,একমুঠো চাল,
আরও আনবি শাকপুঁই।

মায়ের অজান্তে, চুরি করে,
একটা আনিস শাড়ি।
গাছে ডালে শাড়ি গেঁড়ে
একটা বানাবো বাড়ি।

চোখে পানি,নাকের পানি,
একত্রে করে আজ।
আজ আমাদের চড়ুইভাতি,
পড়ে আছে মেলা কাজ।

কেউবা বসে তরকারির কাটে,
কেউ ধোয় চাল।
কেউবা আবার পুড়ানোর জন্য,
খুঁজে শুকনো ডাল।

কলমিলতা, হেলেঞ্চা সাথে,
রেঁধেছি ইচা মাছ।
শাঁকচুন্নিরা মাছের গন্ধে,
ছাড়তোনা আমাদের পাছ।

পুকুরের জলে হাত পা ধুয়ে,
বসেছি পেতে পাত।
এমনি করে আনন্দে মেতে,
ভুলে সবাই জাতমাত।

আজকে শিশুর ধ্বংস আবেক,
চিনবেনা চড়ুইভাতি।
আমরাও ওদের ডিজিটাল বানাতে,
করছি মাতামাতি।

প্রযুক্তি ব্যবহার সুফলের চেয়ে,
কুফল আরও বেশি।
কক্রিটের দালানে নেই আনন্দ,
তাইতো এতো রেষারেষি।

আসবে না আর ফিরে কভু,
আগের দিনের সুখ।
এসব ভেবেই কষ্ট পাচ্ছি,
ব্যথাতুর আজ বুক,,,,

আরো দেখুন
error: Content is protected !!