১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় চেক জালিয়াতি: সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মহানগর ডেস্ক
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি শামছুন্নাহারকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল রাতে লাকসাম উত্তর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মনোহরগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, মামলার বাদী আলমগীর হোসেন ও বিবাদী শামসুন্নাহারকে তার প্রয়োজনে টাকা ধার দেন তিনি। টাকা লেনদেন করতে গিয়ে শামসুন্নাহার ৫ লাখ টাকার একটি চেক আলমগীরকে দেন। কিন্তু তাঁর অ্যাকাউন্টে ওই পরিমাণ টাকা না থাকায় আলমগীর চেক জালিয়াতির অভিযোগে মামলাটি করেন।

মনোহরগঞ্জ থানা সূত্রে জানা যায়, উপজেলার মান্দারগাঁও গ্রামের জাকির হোসেনের স্ত্রী শামসুন্নাহার ৫ মাসের সাজাপ্রাপ্ত এবং ৫ লক্ষ জরিমানা রায় কুমিল্লার আদালত। পরে তাকে মনোহরগঞ্জ থানা পুলিশ ওয়ারেন্ট মুলে তাকে গ্রেফতার করে। ২০১৯ সালের ২২ অক্টোবর মাসে কুমিল্লার যুগ্ম দায়রা জজ তাঁকে ৫ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা করেন।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির জানান, গ্রেপ্তার হওয়া শামসুন্নাহার প্রায় দুই বছর ধরে পলাতক ছিলেন। তাঁর অনুপস্থিতিতে আদালত সাজা দেন।

আরো দেখুন
error: Content is protected !!