কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
নিউজ ডেস্ক।।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো ৬-৭ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ‘গঙ্গা নদীর ডলফিন’।
শনিবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে সৈকতের ব্লক পয়েন্ট সংলগ্ন স্থানে ডলফিনটি দেখতে পান স্থানীয় জেলেরা। পরে সেটিকে মাটিচাপা দেয়া হয়।
স্থানীয়রা জানান, সৈকতে একটি মৃত ডলফিন পড়ে থাকতে দেখে উপজেলা মৎস্য কর্মকর্তাকে খবর দেয়া হয়। পরে তাদের নির্দেশে সৈকতে ডলফিনটি মাটিচাপা দেয়া হয়। ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি এ সৈকতে ভেসে এসেছিল।
আবদুল গফফার নামের এক জেলে জানান, জোয়ারের সঙ্গে কুয়াকাটা সৈকতে একটি মৃত ডলফিন ভেসে আসে। এদের মুখে রক্ত দেখা গেছে। ডলফিনটি ৬-৭ ফুট লম্বা হবে। এর আগেও বিভিন্ন ধরনের ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে।
স্থানীয় পর্যটন ব্যবসায়ী কেএম বাচ্চু জানান, বছরের প্রায় সময় সৈকতে বিভিন্ন ধরনের মৃত ডলফিন উঠে আসে। এগুলোর বেশিরভাগ জালে আটকে বা ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে মারা যায়।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সৈকতে ভেসে আসা মাছটি ‘গঙ্গা নদীর ডলফিন’। ঠিক কি কারণে ডলফিনটি মারা গেছে তা বলা যাচ্ছে না। এ ধরনের ডলফিনগুলো মাছ খেয়ে বেঁচে থাকে। তাই বেশিরভাগ সময় জেলেদের মাছ ধরার জালে আটকে পড়ে মারা যায়। আবার বয়সের কারণেও অনেক সময় এদের মৃত্যু হয়। মৃত্যুর পর ওরা জোয়ারের পানিতে তীরে চলে আসে।