গায়ে হলুদ শেষ; বিয়ের দিনে বরের মৃত্যু!
নিউজ ডেস্ক।।
গায়ে হলুদ শেষ হয়েছে, বিয়ে উপলক্ষে সাজানো হয়েছে বাড়ি। আত্মীয়-স্বজনও এসেছেন বিয়ে বাড়িতে। সব প্রস্তুতি শেষ।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে কনের বাড়িতে বর সেজে যাওয়ার কথা ২৬ বছর বয়সী আলামিনের। কিন্তু সকালেই বিছানায় তার নিথর দেহ পাওয়া যায়।বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রহবল দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আলামিন ওই গ্রামের আলম আকন্দের ছেলে।
স্থানীয়রা জানান, শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ি গ্রামের একটি মেয়ের সাথে বিয়ে ঠিক হয় আলামিনের। বৃহস্পতিবার দুপুরে বিয়ের দিন ধার্য ছিল।
এ উপলক্ষে সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। বুধবার (১১ আগস্ট) গায়ে হলুদের অনুষ্ঠান শেষে রাতে নিজ ঘরে শুয়ে পড়েন বর আলামিন। কিন্তু বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন আলামিনকে মৃত অবস্থায় আবিষ্কার করেন। বুধবার রাতের কোনো এক সময়ে মারা গেছেন আল আমিন।
আলামিনের বাবা আলম আকন্দ জানান, আলামিনের মৃত্যুর ব্যাপারে কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি বিকেলে জানা গেছে। মৃতের পরিবারের ধারণা, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।
দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই প্রধান বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে আলামিনের নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।