[gtranslate]
৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা ইপিজেডের নাসা কোম্পানির ছাদ ধ্বসে পড়ে এক শ্রমিক নিহত

মহানগর প্রতিনিধি।।
কুমিল্লা ইপিজেডের নাসা কোম্পানির ছাদ ধ্বসে পড়ে জোছনা বেগম (৫০) নামের একজন নিহত হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

নিহত জোসনা বেগম নাসা কোম্পানির ক্লিনার পদে ৫ বছর ধরে চাকরি করে আসছেন। তিনি কুমিল্লা নগরীর থিরাপুকুর পাড় এলাকার সেলিম মিয়ার স্ত্রী। তাঁর দুই ছেলে ও ২ মেয়ে রয়েছে। নিহত মহিলার বোনের ছেলে রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।শনিবার (২০ নভেম্বর) বেলা ১১ টার দিকে নাসা কোম্পানির ছাদ ধ্বসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে ইপিজেড পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রমতে, কোম্পানিটি আপাতত অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে ইপিজেড কর্তৃপক্ষ।

আরো দেখুন
error: Content is protected !!