কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানায় গাঁজা, ইস্কাফ, ফেনসিডিল উদ্ধার
✒️ মহানগর ডেস্ক
হয় মাদক ছাড়ুন,
না হয় কুমিল্লা ছাড়ুন,
অনিয়ম বন্ধে কুমিল্লার নবাগত পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)। ব্রাহ্মণপাড়া থানার গত ২৪ ঘন্টার পারফরমেন্স রিপোর্ট ১২ কেজি গাঁজা, ৩৬ বোতল ইস্কাফ সিরাপ, ১৫ বোতল ফেন্সিডিল ও একটি সিএনজি অটোরিক্সা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী এবং ০১ জন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার।
০১। , ১২ কেজি গাঁজা ,৩৬ বোতল ইস্কাফ সিরাপ, ১৫ বোতল ফেন্সিডিলও একটি পুরাতন সিএনজি অটোরিক্সা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী ১২. ইয়াছমিন আক্তার(২৭), স্বামী-আলমগীর হোসেন, মাতা-হনুফা বেগম, গ্রাম-দক্ষিন তেতাভূমি(বাশঁতলী), থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা কে গ্রেফতার করা হয় যাহা ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-২৯, তারিখ-২৫/০৬/২০২১ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৩(গ)/১৯(খ)/৩৮/৪১ মামলা রুজু করা হয়।
০২। জিআর পরোয়ানা মূলে আসামী মোঃ আবুল হাসেম (৫৫), পিতা-মৃত চেরাগ আলী, সাং-দক্ষিন শশীদল, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করা হয়।
০৩। রিকল মূলে ০১ সিআর পরোয়ানা মূলে নিষ্পত্তি করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।