[gtranslate]
২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা সদর দক্ষিণে বাসচাপায় পথচারী নারীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শাহারা বেগম (৭০)। সে সুয়াগাজী এলাকার ভাটপাড়া গ্রামের মৃত মুনাফ মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে সয়াগাজী রাজারের দিকে যাচ্ছিল এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পাড়াপাড়ের সময় ঢাকামুখী গ্রীণ লাইন নামের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কুমিল্লা হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নেয়া হয়েছে। ঘাতক বাস ও চালক পলাতক রয়েছে। তবে তাকে ধরতে পুলিশ কাজ করছে।

আরো দেখুন
error: Content is protected !!