[gtranslate]
৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ডেজারে মাটি কেটে নেয়ার অভিযোগ

ব্রাহ্মনপাড়া প্রতিনিধি।।
অবৈধ ডেজার মেশিন দিয়ে অন্যের জমি থেকে মাটি কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার টাকুই এলাকায় হুমায়ুন কবির মেম্বার এবং তার ভাইদের বিরুদ্ধে উপজেলার একই গ্রামের মৃত মজিবুর রহমান ভূইয়ার ছেলে।

মোঃ আবদুল্লা আল মামুন ভূইয়া অভিযোগ করে এ প্রতিনিধিকে জানান, একই গ্রামের মৃত হাফিজ উদ্দিন ভূইয়ার ছেলে মোঃ হুমায়ুন কবির মেম্বার, আনোয়ার হোসেন ভূইয়া, বাবুল হোসেন ভূইয়া ও তাদের সহযোগীরা তাদের ফিসারীর ভিতরে আমার ১৫ শতক জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কেটে নিচ্ছে ৷

একই এলাকার নোয়াব মিয়ার ছেলে শামিম, আলামিন ও ময়নাল মিয়ার জমির মাটিও কেটে নিচ্ছে তারা৷ গত বছর একই জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নেয়ার অভিযোগে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) তাদের ভেকু মেশিন জব্দ করে জরিমানা করে ছিলেন৷

পুনরায় তারা আবার এ কাজ শুরু করায় তাদের বিরুদ্ধে পুনরায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

আরো দেখুন
error: Content is protected !!