৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে তিন সহোদরসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ৫, মাদক ও নগদ টাকা জব্দ

কুমিল্লার মেঘনায় অভিযান চালিয়ে মাদক কারবারের সঙ্গে জড়িত তিন সহোদরসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ মাদক, নগদ টাকা ও ভারতীয় রুপি এবং মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে উপজেলার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

হোমনা, মেঘনা ও বাঞ্ছারামপুরের দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ওবায়দুল ও মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল সমন্বয়ে এই অভিযানে সেনাবাহিনীর ৪৫ ও পুলিশের ১২ জন সদস্য অংশ নেন।

গ্রেপ্তাররা হলেন মেঘনা লুটেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের তিন সহোদর মোহাম্মদ আলম, মোহাম্মদ আলী ও ইমাম হোসেন এবং একই গ্রামের বাসিন্দা হাসনারা ও রাজিয়া বেগম।

মেঘনা থানার ওসি আব্দুল জলিল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামের বগাবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বসতঘরের কারের ভেতর থেকে ৬৪ কেজি গাঁজা, ২৬৪টি ইয়াবা, ১৫ হাজার ৪৯০ টাকা নগদ অর্থ, ১০০ ভারতীয় রুপি, ৭টি মোবাইল ফোনসহ পাঁচজনকে গ্ৰেপ্তার করা হয়।’

আরো দেখুন
error: Content is protected !!