[gtranslate]
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার হোমনায় ৬ মাসের সাজা নিয়ে পলাতক দশ বছর, অবশেষে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার হোমনায় ৬মাসের সাজা নিয়ে দশ বছর ধরে পুলিশের তালিকায় পলাতক থাকা এক আসামীকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ।

২৭জানুয়ারী শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘাড়মোড়া গ্রামের নির্জন চকের (জমিতে) মধ্যে জুয়া খেলা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী মো. আলমগীর হোসেন ছোট ঘারমোড়া গ্রামের মো. তোতা মিয়ার ছেলে।

সে হোমনা থানার একটি জিআর মামলায় কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৪র্থ আদালতের দেয়া রায়ে ৬মাসের সশ্রম কারাদন্ড ও ৫শ’ টাকা জরিমানা অনাদায়ে আরো ১০দিনের বিনাশ্রম দন্ডপ্রাপ্ত ছিলো।

এ বিষয়ে এএসআই মো. মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দশ বছর ধরে পালিয়ে থাকা আসামী আলমগীর প্রথমে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।

পরে তাকে সজোরে দৌড়ে অন্যান্য পুলিশ সদস্যের সহযোগিতায় আটক করতে সক্ষম হই। আগামীকাল কারাগারে প্রেরণ করা হবে।

আরো দেখুন
error: Content is protected !!