১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের এক আরোহী এবং নাঙ্গলকোটে ইটবাহী ট্রাক্টরের চাপায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ।

ময়নামতি হাইওয়ে পুলিশের লালমাই ক্রসিং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাকসুদুল ইসলাম জানান, সোমবার রাত ১১টার দিকে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার সংলগ্ন ইটভাটার পাশে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে একটি ট্রাক পালিয়ে যায়।

“ট্রাকচাপায় ওই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। তিনি জেলার লাকসাম উপজেলার হামিরাবাগ গ্রামের বাসিন্দা বলে জানতে পেরেছি।

তবে এখনও তার পুরো পরিচয় পাওয়া যায়নি। সঙ্গে থাকা দুইজন হাসপাতালে আছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।”

ঘটনার প্রত্যক্ষদর্শী জোবায়ের হাসানাত বলেন, মোটরসাইকেলের তিন আরোহী কুমিল্লার দিকে যাচ্ছিলেন। তারা যখন ইটভাটার পাশে দিয়ে যাচ্ছিলেন, তখন চাঁদপুরমুখী ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়।

“আমরা অনেক চেষ্টা করেও ট্রাকটা আটকাতে পারিনি। পরে আহত তিন মোটরসাইকেল আরোহীকে পাশের লাকসাম উপজেলার মুদাফ্‌ফরগঞ্জ বাজারের একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।”

এদিকে, নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন জানান, সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বাঙ্গড্ডা-মুন্সিরহাট সড়কে গান্দাছি জয়নালের বাড়ির সামনে ইটবাহী ট্রাক্টরের চাপায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

নিহত রাফিদুল ইসলাম (১২) পাশের চৌদ্দগ্রাম উপজেলার কাঁদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফায়েল হোসেনের ছেলে। সে নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, রাফিদুল সাইকেলে গ্রামের বাড়ি যাওয়ার সময় বাঙ্গড্ডা -মুন্সিরহাট সড়কে গান্দাছি এলাকায় জয়নালের বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রাক্টরটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এলাকাবাসী ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যায়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।

আরো দেখুন
error: Content is protected !!