বজ্রপাত রোধে সড়কের পাশে ১০ হাজার তালের বীজ রোপন
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আবেদা আশরাফ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বিভিন্ন সড়কে তালের বীজ রোপন করা হয়।
পরিবেশ বিপর্যয় ও বজ্রপাত রোধে কুমিল্লায় সড়কের পাশে ১০ হাজার তালের বীজ রোপনের কর্মসূচী হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে ৩ হাজার বীজ রোপন করা হয়েছে।
বুধবার সকালে বিভিন্ন সড়কে তালের বীজ রোপন করেন ফাউন্ডেশনের সভাপতি বাংলাদেশ স্কাউট এর প্রশিক্ষক প্রফেসর মুহাম্মদ এনামুল হক খান।
এসময় ফাউন্ডেশনের সদস্য মীর আহমেদ খান, এডভোকেট কামরুল খানস, জহির সরকার, আনোয়ার হোসেন, ইমরান, ফরহাদ, বাচ্চু মিয়া, মিঠা, আকির, মাসুক, তাহারিম, মারুফসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ এনামুল হক খান জানান, বজ্রপাত থেকে বাঁচতে তালগাছের বিকল্প নেই। তালগাছ ৮শত রকমের কাজে ব্যবহৃত হয়।
এলাকাবাসী যেন তাদের তালের বীজ আবেদা আশরাফ ফাউন্ডেশনে প্রেরণ করে। আগামী ৩ বছর তালের বীজ রোপন কর্মসূচি চলমান থাকবে।
অত্র এলাকায় ১০ হাজার তাল গাছের রোপন বাস্তবায়নে আবদান রাখতে সকলকে অনুরোধ জানান।