২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে কুমিল্লায় গত দুইদিন বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক।।
সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গত দুইদিন থেকে থেমে বৃষ্টি হচ্ছে কুমিল্লা নগরীরসহ জেলার বিভিন্ন স্থানে। ফলে অনেকটা বিপর্যস্ত জনজীবন।

সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় কুমিল্লায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। তারমধ্যে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মাঝারি থেকে ভারী বৃষ্টি, সেইসঙ্গে ভাঙ্গাচোরা রাস্তার কারণে নগরীতে জরুরি কাজে বের হওয়া মানুষজন পড়েন চরম ভোগান্তিতে। দুর্ভোগে পড়েন পরীক্ষার্থী, অভিভাবক ও অফিসগামী মানুষ। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্নআয়ের ও খেটেখাওয়া সাধারণ মানুষ।

কুমিল্লার আবহাওয়া কর্মকর্তা মোঃ ইসমাইল ভূইয়া জানান, সক্রিয় মৌসুমী বায়ু প্রভাবের কারণে মঙ্গলবার দুপুর ১২ থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে কুমিল্লাসহ আশপাশের এলাকাগুলোতে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এছাড়াও আগামী দুইদিন থেমে থেমে চলবে এই বৃষ্টিপাত।

আরো দেখুন
error: Content is protected !!