[gtranslate]
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সাবিনা সিদ্দিকী শিবা’র – রম্য ছড়া কবিতা “জাদরেল জামাই”

রম্য ছড়া কবিতা

“জাদরেল জামাই”
কবি: সাবিনা সিদ্দিকী শিবা

বিয়ের বয়স চৌদ্দ বছর,
হয়নি ছেলে পুলে।
এতো বছরেও যায়নি জানা,
গলদটা কার মূলে।

ষোল বয়সের বউ তার,
জামাইয়ের বয়স কুড়ি।
আস্তেধীরে চললেও জামাই,
আগে চলে ভুড়ি।

চলনে বলনে রাজকীয় ভাব,
কথাবার্তা খানদানি।
ভাবটা তার এ সমাজে,
কতই গুনীমান্যি।

বিয়ে করে বউ আনেনি,
আনছে কিনে দাসী,
সারাদিন খাটিয়ে মারে,
খাবারও দেয় বাসি।

বউ যদি কয় ডাইনে যেতে,
জামাই যায় বায়ে।
একটু খানি রাগ করলেই,
হাত তুলে গায়ে।

পান থেকে চুন খসলেই,
বুঝিয়ে দেয় জামাই।
অনেক বড় ভাগ্য লাগবে,
খেতে তার কামাই।

ভয়ে থাকে বউ সবসময়,
ঘাড়ত্যাড়া বরের কাছে।
জানেনা কি লিখা আছে,
কি যে শুনে পাছে,,,,

আরো দেখুন
error: Content is protected !!