[gtranslate]
৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সালমা পারভীন এর কবিতা,-“তবুও পথচলা”


“তবুও পথচলা”

-সালমা পারভীনমনে হয় হাজার বছর ধরে হেটে চলেছি,
এখানে, ওখানে, গোটা জীবন জুড়ে,
পৃথিবীর সবুজ মাঠে।
কখনও একা,কখনও সাথী কেউ।

অন্তহীন এই ছুটে চলা,অর্থহীন নয়।
জীবন জুড়ে আলোর মেলা,
লাল,নীল হলুদ, সবুজ,
কতনা রঙিন হীরক জ্যোতি,
ছুটে যাই ছুঁয়ে দেখবো বলে,
অনুভূতির স্পন্দন বেড়ে যায় তাতে।

প্রকৃতির অপার শোভা চারদিকে,
দিগন্ত জোড়া লোকালয়,
পাখির কলকাকলি, নদীর কলতান,
ভালোবাসার সবটুকু উপঢৌকন যেন।
এমনি পথের বাঁকে বাঁকে হেটে চলেছি,
কখনও একা,কখনও সাথী একজন।
তবু্ও ছুটে চলি,তবুও পথচলা।

আরো দেখুন
error: Content is protected !!