৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৪ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৪ জন ডাকাত গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাতে দাউদকান্দি মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) হারুনুর রশিদ এবং সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল এলাকায় অবস্থান করাকালীন ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে উক্ত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সক্রিয় ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: ১) মনির হোসেন আপ্পি (২৫), পিতা- আমির হোসেন, সাং-সবজিকান্দি, বর্তমান সাং-চেঙ্গাকান্দি আশ্রয়ন প্রকল্প, ২) সাহাবুদ্দিন (৩৮), পিতা-মৃত সামাদ, সাং- সবজিকান্দি,থানা-দাউদকান্দি, জেলা- কুমিল্লা, ৩) মোঃ জিসান (২৫), পিতা-আঃ বাতেন, সাং-দোনারচর, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা ও ৪) মোঃ রিয়াজ (১৮), পিতা-মোঃ রহমান, সাং-ছাইকোট, থানা-চান্দিনা, বর্তমান সাং- গৌরিপুর পশ্চিম বাজার (বিল্লালের বাড়ীর ভাড়াটিয়া), থানা-দাউদকান্দি, উভয় জেলা-কুমিল্লা।

আসামীদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানার মামলা নং-২০ তারিখ-১৫/০৭/২০২৩, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!