[gtranslate]
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা!

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা হত্যা করেছে দুর্বৃত্তরা!

বুধবার (৪এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনায় ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোতয়ালি থানার ওসি মো. সহিদুর রহমান।

নিহত শুভ (২৪) নগরীর আড়াইওয়া সমিতি পালপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানান যায়, সন্ধ্যায় দিকে পালপাড়া ব্রিজ সামনে শুভকে কুপিয়ে হত্যা করে চলে যায় একদল দুর্বৃত্ত। মূলত ফুটবল খেলার দ্বন্দ্বের জেরে এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে এলাকাবাসী।

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মো. সহিদুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। হত্যাকারীদের ধরতে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!