কুমিল্লায় যাত্রীবাহী বাস থেকে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় যাত্রীবাহী বাস থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি।
বৃহস্পতিবার (১১ আগস্ট) গভীর রাতে জেলার নাঙ্গলকোটে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে তল্লাশির সময় এ অস্ত্রের চালান টি উদ্ধার করে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের সদস্যরা।
শুক্রবার (১১ আগষ্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
তিনি বলেন, লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই ও মো. মোস্তফা কামাল বৃহস্পতিবার গভীর রাতে ফোর্সসহ জেলার নাঙ্গলকোটে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালী গামী সাগরিকা পরিবহনে তল্লাশীর সময় বাসে একটি কালো রংয়ের হাত ব্যাগ দেখতে পান।
হাত ব্যাগটি দেখতে পেয়ে বাসের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে ব্যাগটি যাত্রীদের কারও বলে স্বীকার না করায় ব্যাগটি তল্লাশি করে ভেতরে একটি লোহার তৈরি পিস্তল ও ম্যাগাজিন পাওয়া যায়।
উদ্ধারকৃত পিস্তলটিতে ইংরেজিতে লেখা আছে ‘মেড ইন ইতালি’। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, হাইওয়েতে যাত্রী ও চালকের সার্বিক নিরাপত্তা এবং যানজট নিরসনের পাশাপাশি কুমিল্লা হাইওয়ে পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য ও চোরাচালান রোধে বদ্ধ পরিকর।