২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় রমজানের প্রথম দিনেই ৪ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা নগরীতে রমজানের প্রথম দিনেই ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে ৪ প্রতিষ্ঠান‌কে ১২ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) সকাল সা‌ড়ে ১০টা থে‌কে নগরীর বাদশা মিয়ার বাজা‌রে সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে এই তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

এ সময় দৃশ্যমান স্থা‌নে মূল্য তা‌লিকা প্রদর্শন না করায় জুমু প‌ল্ট্রি হাউজ‌কে ১ হাজার টাকা, অ‌তি‌রিক্ত মূ‌ল্যে চি‌নি বি‌ক্রি করায় তাশ‌রিফ স্টোর‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অ‌তি‌রিক্ত মূ‌ল্যে সয়া‌বিন তেল বি‌ক্রি করায় মাহদী এন্টারপ্রাইজ‌কে ৫ হাজার টাকা এবং একই অ‌ভি‌যো‌গে খান স্টোর‌কে ৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অ‌ভিযা‌নে হ্যান্ড মাই‌কের মাধ্যমে ব্যবসায়ী ও ভোক্তা সাধারণ‌দের করণীয় ও পালনীয় বিষ‌য়ে স‌চেতন করা হয়।

বাজারকে স্থি‌তিশীল রাখ‌তে ব্যবসায়ীদের ক্রয়ের ভাউচার সংরক্ষণ ও ক্রেতা‌দের প্রয়োজনের অ‌তি‌রিক্ত ক্রয় না কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়।

এসময় সহকাররী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে উপ‌জেলা স্যানিটারী ইন্স‌পেক্টর এ‌কে আজাদ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।

আরো দেখুন
error: Content is protected !!