১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় সেতুর নিচ থেকে বিলে পড়েছিল হাত-পা বাঁধা নারীর লাশ

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার দেবিদ্বারে একটি সেতুর নিচের বিল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ক্ষতবিক্ষত লাশটির হাত-পা ও চোখ-মুখ বাঁধা ছিল।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার ইউছুফপুর কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।

বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় সনাক্ত হয়নি।

ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, উদ্ধারকৃত মৃত নারীর বয়স ৩৫ থেকে ৪০ হবে। মরদেহের হাতে-পায়ে, মুখে, মাথায় রক্তাক্ত ও আঘাতের চিহ্ন ছিল।

ধারনা করা হচ্ছে বুধবারই ওই নারীকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পরে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হাত-পা, চোখ-মুখ বাঁধা অবস্থায় হাইওয়ে সড়কের সেতুর ওপর থেকে বিলে ফেলে দিয়ে যায়।

ওসি আরও বলেন, “বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্থানীয় গ্রাম পুলিশ আমাদের খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নারীর পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে।”

মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানান ওসি।

আরো দেখুন
error: Content is protected !!