৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার শাসনগাছা রেলগেইট থেকে ইয়াবা পাচারকালে নারীসহ আটক ২

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার শাসনগাছা রেলগেইট থেকে ৪ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে শাসগাছা রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার বুড়িচংয়ের মৃত মোঃ আব্দুল হাকিমের ছেলে মোঃ আমিনুল ইসলাম (৩৮) এবং নারায়ণগঞ্জ জেলার বন্দরেউপজেলার মৃত আব্দুল জব্বারের মেয়ে জেসমিন আক্তার (৩৫)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো দেখুন
error: Content is protected !!