কুমিল্লার হোমনায় স্কুলছাত্র হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার হোমনায় স্কুলছাত্র আশিকুর রহমান হত্যায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও দুই আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
রোববার (৪ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।