৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা নগরীর মার্কেটে ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ ১জন গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি।।
গতকাল ১৭সেপ্টেন্বর রাত ২১:০৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা কুমিল্লা এর একটি টীম কোতয়ালী মডেল থানাধীন চকবাজার সিটি সুপার মার্কেটের নীচ তলায় একটি গোডাউনের মধ্যে অভিযান চালিয়ে ৪৮০ বোতল ফেন্সিডিলসহ সুমন হোসেনকে গ্রেফতার করা হয়।

তাছাড়া গ্রেফতারকৃত আসামী সুমন জানায়, পলাতক আসামী মোঃ হাসান(৩৮) এর সার্বিক সহযোগীতায় উদ্ধারকৃত ফেন্সিডিল তারা সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে গোডাউনে মজুদ করে রাখে।

এ বিষয় ডিবি পুলিশ এসআই নিংওয়াই মারমা বাদী হয়ে কোতয়ালী মডেল থানার মামলা দায়ের করা মামলা নং-৬৯।

গ্রেফতারকৃত আসামী ০১) মোঃ সুমন হোসেন(৩০) পিতা-জাকির হোসেন, মাতা-রিনা আক্তার, সাং-নাথেরপেটুয়া, মধ্যমপাড়া, ১০নং ওয়ার্ড, থানা-মনোহরগঞ্জ, কুমিল্লা বর্তমানে-২য় মুরাদপুর, নাজিরের বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতয়ালী মডেল, কুমিল্লা এবং পলাতক আসামী ০২) মোঃ হাসান(৩৮) পিতা-ফুল মিয়া, খোদেজা বেগম, সাং-শুভপুর, থানা-কোতয়ালী মডেল।

আরো দেখুন
error: Content is protected !!