৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামের পাহাড়তলীতে সিসিটিভি ফুটেজ দেখে দুই ছিনতাইকারী গ্রেফতার

নিউজ ডেস্ক
চট্টগ্রাম ব্যুরোঃ নগরীতে পাহাড়তলী থানার অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি এবং ছিনতাইকৃত মোবাইল ও নগদ টাকা সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সুত্রে জানা গেছে, ১৩ জুন রবিবার সকালে পাহাড়তলী থানাধীন একে খান মোড় হতে সিটি গেইট গামী নুরুল হক সরকারী প্রাইমারি স্কুলের সামনে দিয়ে রিক্সা যোগে যাওয়ার পথে খাতিজা আক্তার প্রিয়া নামক গার্মেন্টস কর্মীর মোবাইল ও নগদ টাকাসহ ভ্যানিটি ব্যাগ সিএনজিযোগে ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যায়।

পাহাড়তলী থানা পুলিশ সংবাদ পাওয়ার সাথে সাথে অফিসার ইনচার্জ হাসান ইমাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় থানা এলাকাসহ আশপাশের থানা এলাকার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি শনাক্ত করে ১৫ জুন মঙ্গলবার ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি ও ছিনতাইকৃত মোবাইল এবং নগদ ৫০০ টাকা সহ মোঃ খোকন প্রকাশ শাহীন (৩৮) ও মোঃ নাহিদ হোসেন (২৪) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে সিএনজিযোগে এই ঘটনাসহ মহানগরীর বিভিন্ন থানা এলাকায় আরো কয়েকটি ছিনতাই এর ঘটনা সংগঠিত করেছে বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে সিএমপি সুত্রে জানা গেছে।

আরো দেখুন
error: Content is protected !!