ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ
নিউজ ডেস্ক।।
নরসিংদীর রায়পুরায় কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দৌলতকান্দি স্টেশনে আসার পর ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে যায়।
দৌলতকান্দি স্টেশন মাস্টার সামসুল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশনে পৌঁছায়।
পরে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনটিকে উদ্ধারে বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে। ওই ইঞ্জিনটি এলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে এখন পর্যন্ত একটি লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।