bn বাংলা
৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

চট্টগ্রামে জুয়ার আসর থেকে গ্রেফতার ১৪

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকা থেকে নগদ তিন হাজার ৪৪২ টাকাসহ জুয়ার আসর থেকে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩০ মে) দুপুর ১টার দিকে থানার ময়দার বিল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. বাহার (৫০), মো. কামাল হোসেন (৪৫), মো. রাজু (২২), মো. ইকবাল (২৯), মো. আশরাফ আলী (৫৫), মো. দেলোয়ার হোসেন (৩৫), মো. আলমগীর (৩৪), মো. কাউসার (২৪), মো. তৈয়ব (৩০), মো. জয়নাল আবেদীন (৩০), মো. আবুল হোসেন (৩৪), মো. মাঈনুল (২৬), মো. তাজুল ইসলাম (৩০) ও মো. সাকিব (২২)।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার শাহ মো. আবদুর রউফ বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!