৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী নাজমুল হাসান সজিবকে আটক করেছে র‌্যাব। আটককৃত সজীব উপজেলার উজিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল মতিনের পুত্র। তাঁর কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৯ রাউন্ড গুলি, দুটি সুইচ গিয়ার চাকু ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। রোববার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব।

জানা গেছে, উপজেলার মিয়ারবাজার এলাকায় শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব একটি টিম, অভিযানকালে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী নাজমুল হাসান সজীবকে আটক করা হয়।

দীর্ঘদিন বিভিন্নস্থানে সন্ত্রাসী কার্যক্রম করে আসছে বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!