[gtranslate]
৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মানুষ ক্যান পরনিন্দা গায় চেনাজানা লোকের পিছে

পাখিরাও সঠিক সময়

ফিরে আসে নীড়ে,
মানুষ ক্যান অমানুষ হয়
হাড়িয়ে যায় ভীরে।

নৌকা যতই গভীরে যাক
আসবেই ফিরে তীরে,
মানুষ বড়ই আজব প্রাণী
অহংকার নিয়েই মরে।

ঘুড়ি যতই উঁচুতে যাক
আসবেই ফিরে নীচে,
মানুষ ক্যান পরনিন্দা গায়
চেনাজানা লোকের পিছে।।

আরো দেখুন
error: Content is protected !!