১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন আর নেই

ফুসফুসের সমস্যায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম ম আমজাদ হোসেন মিলন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক সংসদ সদস্য মিলনের বড় মেয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হোসনে আরা লাভলী।

তিনি বলেন, বেশ কিছুদিন যাবত ফুসফুসজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন আমার বাবা আমজাদ হোসেন মিলন। শনিবার (গত ১০ এপ্রিল) সকালে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আইসিইউতে লাইফসাপোর্টে থাকা অবস্থায় রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

আরো দেখুন
error: Content is protected !!