২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুবিতে লালমাটির ক্যাম্পাসে -“বিজয়ের উল্লাসে ফানুস উৎস”

কুবি প্রতিনিধি।।
দিনের ঝলমলে আলোতে গোধূলি ভর করছে। লালমাটির কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবে কুয়াশা নামতে শুরু করেছে। ক্যাম্পাসের গোল চত্ত্বরে অর্ধশত মানুষের আনাগোনা।

একদল গল্প আড্ডায় মশগুল। আরেকদিকে চলছে সবাইকে চমকে দেওয়ার কর্মযজ্ঞ। সন্ধ্যা নামতেই হাজির বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। মুহুর্তেই আকাশ জুড়ে ভরে যায় রংবেরঙের ফানুসে।

মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী বিজয় উৎসবের আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ট্র্যাভেলার্স সোসাইটি। ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই উৎসবের আয়োজন করা হয়। ‘বিজয়ের উল্লাসে ফানুস উৎসব’ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। পরবর্তীতে একে একে ৫০ টি ফানুস উড়ে যায় বিস্তৃত আকাশে। উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা।এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোকাদ্দেস-উল-ইসলাম, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ট্র্যাভেলার্স সোসাইটির উপদেষ্টা মাহফুজুর রহমান, ফয়জুল ইসলাম ফিরোজ, আহ্বায়ক নাজমুল সবুজ, সদস্য সচিব ইমদাদুল হক রিফাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সংগঠনের নেতৃবৃন্দ, সংগঠনের সদস্যবৃন্দ।

ট্রাভেলার্স সোসাইটির আহ্বায়ক নাজমুল সবুজ বলেন, বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ট্রাভেলার্স সোসাইটি ক্যাম্পাসের অভ্যন্তরে ৫০ টি ফানুস উড়ানোর সিদ্ধান্ত নেয়। এবং আমরা সফল ভাবে এটি বাস্তবায়ন করতে সম্মত হই।

উল্লেখ্য, কুমিল্লা ইউনিভার্সিটি ট্রাভেলার্স সোসাইটি প্রথম ভ্রমন বিষয়ক সংগঠন হিসেবে এই বছরের ২০ শে অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে।

আরো দেখুন
error: Content is protected !!