কুমিল্লায় গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক।।
র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক জেলার কোতয়ালী থানা এলাকা থেকে ০৬ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারী গ্রেফতার।
মঙ্গলবার (৭ই মার্চ) রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর (পশ্চিম চৌমুহনী) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ০৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো নেত্রকোনা জেলার পূর্বধলা থানার ঝালশোকা গ্রামের মুজিবুর রহমানের ছেলে আনোয়ার হোসেন(২৮)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।