কুমিল্লায় বিপুল পরিমাণ ফেন্সিডিল, গাঁজাসহ আটক ৩; প্রাইভেটকার জব্দ
নিজস্ব প্রতিনিধি।।
র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক জেলার কোতয়ালী থানা এলাকা থেকে ৪০০ বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারী গ্রেফতার। মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ।
গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০১ ফেব্রুয়ারি ২০২২ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন কোর্টবাড়ি বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রাইভেটকারে করে মাদক পরিবহনের সময় ৪০০ বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার ফলতা পাড়ার শহিদুল মিয়ার ছেলে মোঃ আলমগীর(৩৫); একই থানার চরকামালদি গ্রামের মোঃ নূরে আলম এর ছেলে মোঃ শরিফ মিয়া(২৬) এবং শেখের হাঁট গ্রামের মোঃ জাহাঙ্গীর এর ছেলে রিফাত(২৪)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দীর্ঘদিন যাবৎ পরস্পর জোগসাযশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণপ্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।