কুমিল্লায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত আসামি আটক
নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা জেলার হোমনা উপজেলার দড়িকান্দি গ্রামের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত পলাতক আসামী হাবিবুর রহমান (৪৫) কে কুমিল্লা রেইসকোর্স থেকে আটক করা হয়।
৮ই ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৪ টায় কুমিল্লা শহরের রেইসকোর্স এলাকার হোটেল রেডরুফ ইন থেকে হোমনা থানার অফিসার ইনচার্জ আবুল কায়েস আকন্দ তাকে গ্রেফতার করেন। সে গত বিশ বছর যাবত পলাতক ছিলো।
হোমনা থানার অফিসার ইনচার্জ আবুল কায়েস আকন্দ জানান, কুমিল্লা পুলিশ সুপার এর নির্দেশনায় দীর্ঘ তিনমাসের চেষ্টায় আসামী হাবিবুর রহমানকে নিজেই গ্রেফতার করেন। আটককৃত আসামী ২০০২ সালে নিজ এলাকার শ্রমিক স্বপনকে খুন করে পলাতক হয়, সে কুমিল্লা হোমনা উপজেলার দড়িকান্দি গ্রামের মৃত আঃ রশিদ এর ছেলে।