[gtranslate]
২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ২৮ হাজার পিস ট্যাপেন্ট্যাডলসহ একজন আটক

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ট্যাপেন্ট্যাডল ট্যাবলেটসহ মোঃ দিনাজ (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ জুন) সকালে নগরীর রাণীর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চবিপুর গ্রামের মোঃ জাহাঙ্গীরের ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ট্যাপেন্ট্যাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ ব্ষিয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আরো দেখুন
error: Content is protected !!