২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় প্লাস্টিকের বস্তা ভর্তি ২২০ বোতল ফেনসিডিলসহ খলিলুর রহমান খলিল নামে এক মাদক বহনকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (২৩ এপ্রিল) মধ্যরাতে জেলার চৌদ্দগ্রাম থানার প্রতাপপুর রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো. খলিলুর রহমান খলিল (৩০) সদর দক্ষিণ থানার লালবাগ এলাকার মো. কামাল হোসেন সর্দারের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় কুমিল্লা চৌদ্দগ্রাম থানার প্রতাপপুর রাস্তার মাথায় মো. খলিলুর রহমান খলিলকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে।

আটকের পর স্থানীয় কয়েকজনের সামনে আসামির সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঘটনার পর গ্রেফতার আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ফেনসিডিল সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে কিনে অধিক মূল্যে বিক্রির উদ্দেশে ঢাকায় নিতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি।

এই বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া জানান, আসামির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এ ছাড়াও আসামি মো. খলিলুর রহমান খলিলের বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।

মাদক কারবারি, জাল টাকার ব্যবসায়ী, চোরাকারবারি এবং এদের গডফাদারদের গ্রেফতার ও সনাক্তকরণে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো দেখুন
error: Content is protected !!