২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার দাউদকান্দিতে হাসপাতালে অভিযান চালিয়ে ২ লাখ টাকা দণ্ড

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে দুটি বেসরকারি হাসপাতাল এবং একটি ফার্মেসীকে মোট ২ লাখ ২০ হাজার টাকা অর্থদন্ড করেছে মোবাইল কোর্ট।

মঙ্গলবার বিকালে উপজেলার গৌরীপুর বাজারে অবস্থিত গৌরীপুর সিটি হসপিটাল এবং গৌরীপুর খিদমা ডিজিটাল হসপিটালকে ১ লাখ করে মোট ২ লাখ টাকা অর্থদন্ড করে মোবাইল কোর্ট।

এসময় অধিক মূল্যে ওষুধ বিক্রির দায়ে এক ফার্মেসীকে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।

এসময় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদ আল হাসান সাথে ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদ আল হাসান বলেন, স্বাস্থ্যখাতে কোনো অনিয়ম মেনে নেয়া হবে না। যারা নিয়ম বহির্ভূত ভাবে হাসপাতাল পরিচালনা করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো দেখুন
error: Content is protected !!